বুধবার (৪ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদ ভিত্তিক স্বাধীন থিংক ট্যাঙ্কের এক তথ্যে বলা হয়েছে, গত মাসে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি।
পাকিস্তানের মাসিক নিরাপত্তা মূল্যায়ন সংস্থা ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্ট্যাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, মে মাসে ৮৫টি সন্ত্রাসী হামলা হয়েছে। অন্যদিকে এপ্রিলে হয়েছে ৮১টি। এতে ১১৩ জন নিহত হয়। যার মধ্যে ৫২ জন নিরাপত্তাবাহিনীর সদস্য, ৪৬ জন বেসামরিক, ১১ জন সন্ত্রাসী এবং ৪ জন শান্তি কমিটির সদস্য রয়েছে।
আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা-আল-খাওয়ারিজের বিরুদ্ধে ২ থেকে ৩ জুন অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযান পরিচালনা কালে সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় প্রক্সি বাহিনীর গোলাগুলি হয়। এতে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে ভারতীয় মদদ পুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধপরিকর।
গত মাসেও পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাকতুনখাওয়া প্রদেশে অভিযান চালিয়ে ৯ জন সন্ত্রাসীকে হত্যা করে।