Wednesday, September 3, 2025

সংসদে মোদির চরম মিথ্যাচারের পর ট্রাম্প আবারো ফাঁস করলেন আসল তথ্য!

আরও পড়ুন

কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদি এক কাশ্মীর হামলা কে কেন্দ্র করে তার দেশের সেনাদের দ্বারা কথিত প্রতিশোধের নামে অপারেশন সিঁদুর পরিচালনা করে পাকিস্তানি সাধারণ মুসলমানদের ওপর হামলা চালায়। এ ঘটনার পর পাকিস্তানের পাল্টা হামলায় যুদ্ধ লেগে যায় রীতিমতো। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে থেমে যায় সেই যুদ্ধ। এতদিন এটিই জানতো সবাই। কিন্তু সম্প্রতি ভারতের সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ জানান, তিনি বলেন, ‘যদি ট্রাম্প (অপারেশন সিঁদুর নিয়ে) মিথ্যা বলেন, তাহলে প্রকাশ্যে বলুন।’ এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন যে, পাকিস্তান-ভারত যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কখনোই কোনো মধ্যস্থতা করেননি। মোদির এই মন্তব্যের পর ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে তার এই দাবি উল্টে গেছে, যাতে স্পষ্ট যে মোদি মিথ্যাচার করছেন।

আরও পড়ুনঃ  ইরানে ইন্টারনেট বন্ধ, স্টারলিংক চালু করলেন ইলন মাস্ক

লোকসভায় মোদির সেই মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গণমাধ্যমের সামনে বলেছেন, ‘মোদি আমার বন্ধু! ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে আমি মধ্যস্থতা করেছি।’ মোদির এই মিথ্যাচারের পর ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য। সব কিছু মিলে এখন উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি। যদিও কট্টর ইসলাম বিদ্বেষী মোদির এই মিথ্যাচার নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে মোদিকে মিথ্যা বানোয়াট সব তথ্য দিতে। এমনকি যে অপারেশন সিঁদুর নিয়ে এত আলোচনা, সেটিও মোদি সম্পূর্ণ বানোয়াট বিভ্রান্তিকর তথ্যের ওপর চালিয়েছেন বলেই মত স্বয়ং ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের।

আরও পড়ুনঃ  ইরানের পক্ষে প্রথমবারের মতো বিবৃতি দিলো রাশিয়া

মোদির এই মিথ্যাচারের পর ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “আমি পাকিস্তান ও ভারতকে একত্রিত করার জন্য চেষ্টা করেছি। আমি শান্তি প্রতিষ্ঠা করতে মধ্যস্থতা করেছি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।” এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির এই বক্তব্যের প্রচণ্ড সমালোচনা করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী মোদি মিথ্যা বলছেন। ভারতের জনগণকে তিনি সঠিক তথ্য জানাচ্ছেন না। ট্রাম্পের মতামতই সঠিক, এতে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা ফুটে উঠেছে।”

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৩৮, সরানো হলো ৮০ হাজার মানুষকে

এদিকে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা ট্রাম্পের এই মন্তব্যকে ইন্টারন্যাশনাল কূটনীতিতে বড় ঘটনা হিসেবে দেখছেন। বিশ্ব সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, এবং বিশেষজ্ঞরা বলছেন, মোদির এই মিথ্যাচারিতার খেসারত ভারতকে অন্যভাবে চুকাতে হতে পারে। কারণ তিনি আর কেউ নন, বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মিথ্যাচার করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ