Wednesday, September 3, 2025

ইসরায়েলের হামলায় সেনা নিহতের পরিসংখ্যান প্রকাশ করলো ইরানের সেনাবাহিনী

আরও পড়ুন

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ১২ দিনে দখলদার বাহিনীর হামলায় ইরানের ৫৬ জন সামরিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) ইরানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, টানা ১২ দিনের সংঘাতে ইরানের ৫৬ জন সামরিক কর্মী নিহত হয়েছেন। নিহতরা বিভিন্ন পদমর্যাদার ছিলেন। তবে তাদের নাম পরিচয় বা অন্যান্য বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৩ জুন তেল আবিব ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরুর পর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষ চলে। এ সময়ে ইরানের কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ইসরাইল হামলা না থামালে ‘আরও কঠোর জবাব’ দেয়া হবে: ইরাকের প্রধানমন্ত্রী

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের উপর তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ