ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাবি ছাত্রশিবির আয়োজিত ৩ দিন ব্যাপী ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক আয়োজনে জামায়াত নেতাদের সাথে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনীতে থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
প্রদর্শনীতে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরীর সাথে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও প্রদর্শনীতে রাখে ছাত্রশিবির। তাদের সবাইকে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করা হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার (৫ আগস্ট) এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “টিএসসি প্রাঙ্গণে স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন এবং তাদের সঙ্গে মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি উপস্থাপন করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এক প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বিএনপি নেতা মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়েছে।”
ছাত্রদল আরও বলেছে, “মহান মুক্তিযুদ্ধের পবিত্র স্মৃতিবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল, সেই ঐতিহাসিক প্রাঙ্গণে গণহত্যাকারী রাজাকারদের ছবি সাঁটিয়ে শিবির যে জবরদস্তিমূলক ‘স্বীকৃতি’ প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হচ্ছে।”
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ যৌথ বিবৃতিতে বলেন, “ইসলামী ছাত্রশিবির কর্তৃক ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সমতুল্য করে উপস্থাপনের এহেন ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং চরমভাবে বিভ্রান্তিকর। আমরা এই জঘন্য প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার অবস্থান জানাচ্ছি।