Wednesday, September 3, 2025

আগমনী জাতীয় নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন: তারেক রহমান

আরও পড়ুন

আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে নারী সমাজকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে যেমন একটি বাংলাদেশ প্রত্যাশিত, তেমন একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

তিনি আরও বলেন, “নারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোনো দেশ নারী শক্তিকে পরিকল্পনার বাইরে রেখে এগোতে পারে না। অথচ বাস্তবতায় দেখা যায়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীরা এখনও অনেকাংশে পিছিয়ে। বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে। নারীদের শিক্ষা ও আর্থিক সক্ষমতা বাড়ানো গেলে পারিবারিক সহিংসতাও কমে আসবে।”

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যাতে তারা বিভিন্ন সরকারি সহায়তা ও সুবিধা সহজেই পেতে পারেন

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ