Monday, September 1, 2025

হ্যান্ডকাপসহ আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

আরও পড়ুন

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজু মামলার আসামি। কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু তাকে গ্রেপ্তার করেন। কিন্তু গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন। এ খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং জনতাকে শান্ত করেন।

আরও পড়ুনঃ  দেশ ছেড়ে পালালেন নেতানিয়াহু

এ বিষয়ে ওসি বলেন, রাজুকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ